যোহরের আগের চার রাকাত সুন্নাতকে কমিয়ে দুই রাকাত পড়লে তার বিধান কি? - online-school-23

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 2, 2024

যোহরের আগের চার রাকাত সুন্নাতকে কমিয়ে দুই রাকাত পড়লে তার বিধান কি?

 প্রশ্নঃ ৭৬৩৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোহরের আগের চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা যদি সময় না থাকার কারণে দুই রাকাত পরি তাহলে নামাজের পর কি আবার চার রাকাতই পড়তে হবে নাকি অবশিষ্ট দুই রাকাত পড়লেই চলবে? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকব জাযাকুমুল্লাহু খাইরান

২৭ অক্টোবর, ২০২৪ টংগীবাড়ি nn

শেয়ার / কপি
উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যোহরের ফরজের আগে চার রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদাহ। কোনো ওজর ছাড়া তা ছেড়ে দিলে গুনাহ হবে। দুই রাকাত নামাজ পড়লে সেই সুন্নত আদায় হবে না। যদি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয় তাহলে এই দুই রাকাত নফল বলে গণ্য হবে। ফরজের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত পড়তে হবে।

الدرالمختا ر و حاشیۃ ابن عابدین(12/2):

"(وَسُنَّ) مُؤَكَّدًا (أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ وَ) أَرْبَعٌ قَبْلَ (الْجُمُعَةِ وَ) أَرْبَعٌ (بَعْدَهَا بِتَسْلِيمَةٍ) فَلَوْ بِتَسْلِيمَتَيْنِ لَمْ تَنُبْ عَنْ السُّنَّةِ،

(قَوْلُهَُ: وَسُنَّ مُؤَكَّدًا) أَيْ اسْتِنَانًا مُؤَكَّدًا؛ بِمَعْنَى أَنَّهُ طُلِبَ طَلَبًا مُؤَكَّدًا زِيَادَةً عَلَى بَقِيَّةِ النَّوَافِلِ، وَلِهَذَا كَانَتْ السُّنَّةُ الْمُؤَكَّدَةُ قَرِيبَةً مِنْ الْوَاجِبِ فِي لُحُوقِ الْإِثْمِ كَمَا فِي الْبَحْرِ، وَيَسْتَوْجِبُ تَارِكُهَا التَّضْلِيلَ وَاللَّوْمَ كَمَا فِي التَّحْرِيرِ: أَيْ عَلَى سَبِيلِ الْإِصْرَارِ بِلَا عُذْ

فتاوی رحیمیہ

"(سوال ۳۰۲)

ایک آدمی نے ظہر کی سنت کے لئے نیت باندھی اس کے بعد جماعت کھڑی ہو گئی تو دو رکعت پر ہی سلام پھیر دیا ۔ اب جماعت کی بعد صرف دو رکعت پڑھنا کافی ہے یا پوری چار رکعت پڑھنا ضروری ہے ؟ نیز ایسی صورت حال میں دو رکعت پر سلام پھیر دینا بہتر ہے یا چار رکعت پوری کرلینا چاہئے؟ بینو اتوجروا۔

(الجواب )

صورتِ مسئولہ میں بعد میں چار رکعت سنتِ مؤکدہ پڑھنا ضروری ہے ۔ دو رکعت کافی نہیں ۔ اور مذکورہ صورت میں دو رکعت پر سلام پھیرنے کی ضرورت نہ تھی چار رکعت پوری کر لیتے تو اچھا ہوتا اور یہی راحج قول ہے ، اگرچہ دورکعت پر سلام پھیرنا بھی درست ہے

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর

রেফারেন্স উত্তর:
  • প্রশ্নঃ ২৮৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যোহরের পূর্বে চার রাকাত সুন্নতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া অবস্থায় ইকামত শুরু হয়ে যায় তাহলে করণীয় কী? সালাম ফিরিয়ে ফরয নামাযে শরীক হবে, নাকি চার রাকাত পূর্ণ করবে? জানালে উপকৃত হব।
    উত্তর

    و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

    بسم الله الرحمن الرحيم

    এ অবস্থায় বাকি দুই রাকাত পড়বে না; বরং বৈঠক পূর্ণ করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হবে। জামাত শেষ হওয়ার পর দুই রাকাত সুন্নত আদায় করে পূর্বের চার রাকাত সুন্নতও পড়ে নিবে।

    والله اعلم بالصواب

    উত্তর দিয়েছেনঃ মাসিক আলকাউসার

  • প্রশ্নঃ ১৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একদিন যোহরের আগের চার রাকাত সুন্নত পড়ছিলাম। ভুলে দ্বিতীয় রাকাতের বৈঠকের পর সালাম ফিরিয়ে ফেলি। এ অবস্থায় আমার করণীয় কী? আমাকে কি বাকি দু’রাকাত কাযা করতে হবে?
    উত্তর

    و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

    بسم الله الرحمن الرحيم

    ভুলে সালাম ফিরিয়ে দিলে নামায ভঙ্গ হয় না। তাই প্রশ্নোক্ত অবস্থায় নামায পরিপন্থী কোনো কাজ না করে থাকলে দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়ে সাহু সিজদা করত চার রাকাত পূর্ণ করে নিতে পারতেন। কিন্তু আপনি যেহেতু তা পূর্ণ করেননি তাই যে দু’রাকাত পড়া হয়েছে তা আদায় হয়ে গেছে। এক্ষেত্রে বাকি দুই রাকাত কাযা পড়তে হবে না। অবশ্য যোহরের পূর্বে চার রাকাত সুন্নত যেহেতু আদায় হয়নি তাই জামাতের আগে সময় থাকলে তা পড়ে নিতে হবে। আর জামাতের আগে সময় না থাকলে জামাত শেষে দুই রাকাত সুন্নত আদায়ের পর পূর্বের চার রাকাত পড়ে নিবে। 

    والله اعلم بالصواب

    উত্তর দিয়েছেনঃ মাসিক আলকাউসার

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here